তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দু:স্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন, অস্বচ্ছল ছাত্রীদের মাঝে বাই-সাইকেল, মৎস্য শিকারের উদ্দেশ্যে জেলেদের মাঝে সাগর নিরাপত্তা সামগ্রী, কৃষকদের মাঝে ফুড পাম্প ও অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) এসএম নুরুন্নবী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী, উপজেলা প্রকৌশলী অফিসার এসএম ইবনে হাসান মিজান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।
উপজেলা প্রশাসন জানান, অসহায় ও দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে তাদেরকে সেলাই মেশিন প্রদান করা হয়, যাতে তারা হাতের কাজ করে উপার্জনক্ষম হয় এবং নিজেদের সংসার পরিচালনা করতে পারেন।
মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে এবং বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে গরিব অসহায় ও মেধাবী ছাত্রীদের মাঝে ৪৫ টি বাই-সাইকেল বিতরণ করা হয়।
যে সমস্ত জেলেরা মাছ শিকার করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মাঝে সাগরের নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। একইভাবে কৃষকদের ফসলের নিরাপত্তার জন্য কৃষকদের মাঝে ফুডপাম্প বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন অসহায় ও নিঃস্ব পরিবাদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আহমেদ কামরুল হাসান বলেন, '' বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ ও দৃশ্যমান। উপজেলার বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয়।''
তিনি বাগেরহাট সদর উপজেলাকে একটি মডেল হিসেবে আখ্যা দিয়ে অন্যান্য উপজেলায় এই ধরনের উদ্যোগ গ্রহণের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত