০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ট্যুরিস্ট স্পট মেলায়- দর্শকদের মন কারলো- ইস্টার্ন ইন্ডিয়া হোটেলার এন্ড ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন 

  • প্রকাশের সময় : ১১:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 35

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা পশ্চিমবঙ্গ

আজ ১৩ জুলাই রবিবার,গত ২৭শে জুন থেকে ২৯ শে জুন, নেতাজি ইনডোর স্টেডিয়ামে, আন্দবাজার আয়োজিত, ট্যুরিস্ট স্পট মেলার যে আয়োজন হয়েছিল, যেখানে বিভিন্ন দেশের ট্রাভেলার ও এজেন্টরা অংশগ্রহণ করেছিলেন, তাহাদের মধ্য থেকে , ট্যুরিস্ট স্পট মেলার- ১০৩ ও ১০৪ নম্বর স্টল- ইস্টান ইন্ডিয়া হোটেলার এন্ড ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টলে গিয়ে মন কাড়লো দর্শকদের, যা অন্যান্য স্টলে দেখা যায় না।

একি ছাদের তলায় আটটি ট্রাভেল এজেন্ট ও ট্রাভেল কোম্পানী, বিভিন্ন প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছেন।

এই মেলা ২৭ শে জুন থেকে ২৯ শে জুন পর্যন্ত সবার জন্য খোলা

দুপুর ১২ঃ০০ টা থেকে রাত্রি আটটা, দূরদূরান্ত থেকে বহু ভ্রমণপ্রেমী ও দর্শক এই স্টলে এসে ভীড় জমাচ্ছেন, কারণ একই ছাদের তলায় বিভিন্ন প্যাকেজ পাচ্ছেন বিভিন্ন দেশ ঘোরার, ফ্যামিলি প্যাকেজ থেকে শুরু করে সমস্ত রকমের প্যাকেজের আয়োজন ছিল এই স্টলে,

এমনকি ট্রেনে বাসে উভয় ছিল প্যাকেজ এর মধ্যে। ভ্রমণ প্রেমীরা মনে করলে, একই জায়গা থেকে সুন্দরবন, থেকে শুরু করে মুর্শিদাবাদ ,গ্যাংটক, দার্জিলিং, আন্দামান, নর্থ বেঙ্গল, ঝাড়্গ্রাম সহ যে কোন জায়গায় নিজের পছন্দ সই ভ্রমণ করতে পারবেন, এবং প্যাকেজও রাখা হয়েছে ভ্রমণ প্রেমীদের সাধ্যের মধ্যে।

যাতে সবাইকে নিয়ে দুটো কী তিনটে দিন অন্তত ভ্রমণ করে আসতে পারে, একটু বাইরের আনন্দ পাওয়ার জন্য। তাই ইস্টার্ন ইন্ডিয়া হোটেলার এন্ড ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন মেলার মধ্যে এই পরিকল্পনা এনেছেন, কাহার ফলে মেলার দর্শকরা এই স্টল দুটিতে ভিড় জমাচ্ছেন। এবং জানার চেষ্টা করছেন।

ইস্টার্ন ইন্ডিয়া হোটেলার এন্ড ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন এর জয়েন্ট সেক্রেটারী ধ্রুবজ্যোতি দাস এবং নির্মাল্য চক্রবর্তী সংক্ষেপে জানান, আনন্দবাজার পত্রিকা আয়োজিত, ট্যুরিস্ট স্পট মেলায় এসে আমরা মুগ্ধ, আমরা আসানুরূপ সাড়া পেয়েছি,

আমরা আশা করছি এবারে আমাদের ব্যবসা বাড়বে, মেলায় বিভিন্ন ভ্রমণ প্রেমী ও দর্শকেরা বিভিন্নভাবে প্যাকেজ জানার চেষ্টা করছেন, এবং মনোনীত প্যাকেজগুলি বেছে নিয়েছেন। আর একই শাড়ির তলায় অন্যান্য হোটেলারর্স ও ট্রাভেল এজেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করায় আমরা কৃতজ্ঞ।

সবাইকে নিয়েই একটি পরিবার তৈরি করেছিলাম, তাই আজ ভ্রমণপ্রেমীদের ভীড় আমাদের স্টলে। ভ্রমণ প্রেমী ও দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একবার আমাদের সাথে যুক্ত হয়ে ভ্রমণ করুন, নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের আনন্দ দিতে। আসুন ফোন করে আমাদের অফিস ঠিকানায়।

জনপ্রিয়

কুমিল্লার বিশ্বরোডে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

ট্যুরিস্ট স্পট মেলায়- দর্শকদের মন কারলো- ইস্টার্ন ইন্ডিয়া হোটেলার এন্ড ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন 

প্রকাশের সময় : ১১:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা পশ্চিমবঙ্গ

আজ ১৩ জুলাই রবিবার,গত ২৭শে জুন থেকে ২৯ শে জুন, নেতাজি ইনডোর স্টেডিয়ামে, আন্দবাজার আয়োজিত, ট্যুরিস্ট স্পট মেলার যে আয়োজন হয়েছিল, যেখানে বিভিন্ন দেশের ট্রাভেলার ও এজেন্টরা অংশগ্রহণ করেছিলেন, তাহাদের মধ্য থেকে , ট্যুরিস্ট স্পট মেলার- ১০৩ ও ১০৪ নম্বর স্টল- ইস্টান ইন্ডিয়া হোটেলার এন্ড ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টলে গিয়ে মন কাড়লো দর্শকদের, যা অন্যান্য স্টলে দেখা যায় না।

একি ছাদের তলায় আটটি ট্রাভেল এজেন্ট ও ট্রাভেল কোম্পানী, বিভিন্ন প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছেন।

এই মেলা ২৭ শে জুন থেকে ২৯ শে জুন পর্যন্ত সবার জন্য খোলা

দুপুর ১২ঃ০০ টা থেকে রাত্রি আটটা, দূরদূরান্ত থেকে বহু ভ্রমণপ্রেমী ও দর্শক এই স্টলে এসে ভীড় জমাচ্ছেন, কারণ একই ছাদের তলায় বিভিন্ন প্যাকেজ পাচ্ছেন বিভিন্ন দেশ ঘোরার, ফ্যামিলি প্যাকেজ থেকে শুরু করে সমস্ত রকমের প্যাকেজের আয়োজন ছিল এই স্টলে,

এমনকি ট্রেনে বাসে উভয় ছিল প্যাকেজ এর মধ্যে। ভ্রমণ প্রেমীরা মনে করলে, একই জায়গা থেকে সুন্দরবন, থেকে শুরু করে মুর্শিদাবাদ ,গ্যাংটক, দার্জিলিং, আন্দামান, নর্থ বেঙ্গল, ঝাড়্গ্রাম সহ যে কোন জায়গায় নিজের পছন্দ সই ভ্রমণ করতে পারবেন, এবং প্যাকেজও রাখা হয়েছে ভ্রমণ প্রেমীদের সাধ্যের মধ্যে।

যাতে সবাইকে নিয়ে দুটো কী তিনটে দিন অন্তত ভ্রমণ করে আসতে পারে, একটু বাইরের আনন্দ পাওয়ার জন্য। তাই ইস্টার্ন ইন্ডিয়া হোটেলার এন্ড ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন মেলার মধ্যে এই পরিকল্পনা এনেছেন, কাহার ফলে মেলার দর্শকরা এই স্টল দুটিতে ভিড় জমাচ্ছেন। এবং জানার চেষ্টা করছেন।

ইস্টার্ন ইন্ডিয়া হোটেলার এন্ড ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন এর জয়েন্ট সেক্রেটারী ধ্রুবজ্যোতি দাস এবং নির্মাল্য চক্রবর্তী সংক্ষেপে জানান, আনন্দবাজার পত্রিকা আয়োজিত, ট্যুরিস্ট স্পট মেলায় এসে আমরা মুগ্ধ, আমরা আসানুরূপ সাড়া পেয়েছি,

আমরা আশা করছি এবারে আমাদের ব্যবসা বাড়বে, মেলায় বিভিন্ন ভ্রমণ প্রেমী ও দর্শকেরা বিভিন্নভাবে প্যাকেজ জানার চেষ্টা করছেন, এবং মনোনীত প্যাকেজগুলি বেছে নিয়েছেন। আর একই শাড়ির তলায় অন্যান্য হোটেলারর্স ও ট্রাভেল এজেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করায় আমরা কৃতজ্ঞ।

সবাইকে নিয়েই একটি পরিবার তৈরি করেছিলাম, তাই আজ ভ্রমণপ্রেমীদের ভীড় আমাদের স্টলে। ভ্রমণ প্রেমী ও দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একবার আমাদের সাথে যুক্ত হয়ে ভ্রমণ করুন, নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের আনন্দ দিতে। আসুন ফোন করে আমাদের অফিস ঠিকানায়।