মো: মোসলেম উদ্দিন সিরাজী -সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
উল্লাপাড়ার সকল উন্নয়নের মূল জনাব এম আকবর আলী সাহেব। বাল্যকাল থেকেই এম আকবর আলী ছিলেন। মানবতার কল্যাণে স্বপ্নদ্রষ্টা একজন যোদ্ধা। ১৯৬৯ সাল তখন পূর্ব পাকিস্তানে শিক্ষার চরম দুর্দশা, চারদিকে পাক শাসকরা করেছে বাংলাকে বঞ্চিত।
এমন সময় তরুণ নবীন ব্যবসায়ী এম আকবর আলী গভীর চিন্তিত কিভাবে হবে আগামী বাংলার উন্নয়ন, মাথা উঁচু করে মেরুদন্ড সোজা করে বাঁচতে হলে আগে দরকার শিক্ষার পর্যাপ্ত সুযোগ ও উন্নয়ন সৃষ্টি করা। তাই নিজেকে বিলিয়ে অর্থকে তুচ্ছ করে, ১৯৭০ সালে উল্লাপাড়ার বুকে করলেন আকবর আলী কলেজ স্থাপন, ১৯৯৪ সালে স্থাপন করলেন উত্তর বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ উল্লাপাড়া বিজ্ঞান কলেজ আরও করলেন মোমেনা আলী বিজ্ঞান স্কুল।
উল্লাপাড়ায় শিক্ষা সহ স্বাস্থ্য খাতে যত উন্নয়ন, তার সব কিছুই করেছেন স্বপ্নদ্রষ্টা এম আকবর আলী। পৌরসভা থেকে শুরু করে রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট যার প্রতিটি কদমে কদমে রয়েছে সুদূর প্রসারি চিন্তা।
যার প্রতিটি শ্বাস প্রশ্বাসে রয়েছে এক একটা স্বপ্ন, তাইতো আজ উল্লাপাড়া হয়েছে শিক্ষার নগরী, হয়েছে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা। শেষ বয়সে এসেও এম আকবর আলী মহা চিন্তিত। তার অবর্তমানে প্রিয় জন্মভূমি উল্লাপাড়া যদি হয় বঞ্চিত, তাই পরপারে বিধাতার দরবারে জবাব দিতে স্বপ্নবাজ এম আকবর আলী আবারও একটা যুদ্ধে হয়েছেন অবতীর্ণ, সবার দোয়া আর সহযোগিতা নিয়ে মৃত্যুর পূর্বে রেখে যেতে চান আরও কিছু সুদূর প্রসারি নিদর্শন-
(১) পলিটেকনিক ইনস্টিটিউট (২) নার্সিং ইন্সটিটিউট (৩) মেডিকেল কলেজ স্থাপন
(৪) সরকারী আকবর আলী কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত (৫) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় কারিগরি ট্রেনিং সেন্টার স্থাপন (৬) কৃষকদের জন্য বিশ্বমানের হিমাগার তৈরি (৭) বিনা সুদে কৃষকদের ঋণ প্রদান (৮) কৃষি বাজার ব্যবস্থার উন্নয়ন করা এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখা, কৃষকদের শষ্য বীমা চালু করা, কৃষি শিক্ষা বাধ্যতামূলক করা।
(৯) সীমিত আকারে মানসম্মত বীজ উৎপাদন খামার তৈরি করা (১০) কৃষি উপকরণ সহজলভ্য করণ এবং রেশনিং ব্যবস্থা চালু করা (১১) অসাধু কৃষি উপকরণ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। (১২) চাঁদাবাজ, দখল বাজ ও সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া গড়া।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত