রাজবাড়ী জেলা প্রতিনিধি
ওয়াশ রুমে এক ছাত্রী ধর্ষণের ঘটনায় জাবির আব্দুল্লাহ নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ
রাজবাড়ীর ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজের ওয়াশরুমে একছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় আজ ওই ছাত্রীর বাবা পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার পর অভিযুক্ত ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে পাংশা উপজেলার ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজে এঘটনা ঘটে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত ওই কিশোর ছাত্র বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা। ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র- ছাত্রী হওয়ায় তাদের মধ্যে পরিচয় হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত মঙ্গলবার কলেজের ওয়াশরুমে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কলেজ কতৃপক্ষ টের পেয়ে অবিভাবকদের খবর দেয়।
পাংশা মডেল থানার ওসি সালাঊদ্দিন বলেন, ওই ছাত্রির বাবা বাদি হয়ে আজ মামলা দায়ের করেছে। মামলার পর আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত