সেলিম মাহবুব,ছাতক
ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত দুই পলাতক আসামীদের কে গ্রেফতার করা হয়। দায়রা- ৬২০/২৪ সিআর-৩৫০/২৪ (ছাতক) মামলার পলাতক আসামীকে বুধবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশ পুর গ্রামের ছনাওয়ার আলীর পুত্র মো: একরাম হোসেন। অপর দিকে জিআর-২৫৮/২৪ (ছাতক) মামলার আসামী নোয়ারাই ইসলামপুর এলাকার মৃত আব্দুল হাসিমের পুত্র সোলেমান মিয়াকে গ্রেফতার করা হয়। ছাতক থানার এসআই রাহিম মিয়া, এএসআই তোহা, এএসআই তোলা মিয়া, এএস আই নাছির উদ্দিন পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত