
মো: মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ – ৪ আসনের উল্লাপাড়া-সলঙ্গা
একাংশ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী
এ্যাডভোকেট সিমকী ইমাম খান। তিনি সিরাজগঞ্জের এই প্রথম মহিলা নেএী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িয়ে গড়িয়ে থাকার কারণে তাকে বিগত সময়ে নানা রকম নির্যাতন সহ্য করতে হয়েছে। আর ঐই সকল নির্যাতন সহ্য করে শরীরের রক্ত ঝরিয়ে তিনি বিগত সময়ে যেমন মাঠে ছিলেন এখনো মাঠে আছেন ভবিষ্যতে ও তিনি মাঠে থাকবেন বলে এই প্রতিশ্রতি দিয়েছেন। তিনি বলেন আমি বিগত সময়ে নানা রকম নির্যাতন সহ্য করে মাঠে থেকেছি-নানা রকম হুমকি-ধমকি সারাক্ষণ পেতে হয়েছে আমাকে ,তার পরেও আমি ঘরে বসে থাকিনি-আমি সব সময় সামনের সারিতে রাজপথে ছিলাম-ইনশাআল্লাহ আগামীতে ও থাকবো-আপনারা জানেন যে বিগত দিন গুলোতে আমি যেমন সাধারণ জনগণের বিপদে -আপদে পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতে ও থাকবো এই প্রতিশ্রতি দিলাম। তিনি বলেন আপনারা যে কোনো সময়ে যে কোনো কাজ নিয়ে আমার কাছে আসতে পারেন। আমি আপনাদের সেটি সমাধান করে দেওয়ার জন্যা আপ্রান চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেন আমাকে সহ সকলকে সুস্থ রাখেন। আপনারা সবাই এক জোগে আমার জন্য কাজ করবেন।