০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাউৎহাট বিজনা নদীর তীরের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে নতুন সড়কের দু’পাশে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশের সময় : ১০:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 41

 

গতকাল ৩ জুলাই (বুধবার) বিকেল ৪টায় বিজনা নদীর ব্রিজসংলগ্ন নতুন সড়কের ঋষিপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ছামিউল ইসলাম।

এসময় সড়কের পাশে প্রায় ৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল, বিনাউটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান জুয়েল, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, শ্রী জীবন ঋষি, ও এলাকার বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তি

চারা রোপণের পর ইউএনও ছামিউল ইসলাম বলেন, “বিজনা নদীর ব্রিজপয়েন্ট এলাকাটিকে ভবিষ্যতে পর্যটন এলাকায় রূপান্তরের লক্ষ্যেই কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্যোগ নিয়েছি। গাছগুলো একদিন যখন ফুলে ফুলে ছেয়ে যাবে, তখন এ স্থানটি কসবা উপজেলার একটি অন্যতম সৌন্দর্যমণ্ডিত স্থান হিসেবে পরিণত হবে। আমরা চলে গেলেও এই কাজ কসবার মানুষ মনে রাখবে

এ বিষয়ে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয় বলেন, “বিজনা নদীর তীরে একসময় ছিল ‘কৃষ্ণ কিশোরগঞ্জ’ নামের একটি বিখ্যাত জনপদ। এই কৃষ্ণচূড়া গাছগুলো সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে আবার তুলে ধরবে। বর্ষায় এই নদী ও ব্রিজপয়েন্ট দেখতে আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও মানুষ আসে। তাদের স্বাগত জানাতেই এ সৌন্দর্য বর্ধনের উদ্যোগ।”
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তা খাজেরা বেগমের সহযোগিতায় সড়কের উভয় পাশে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হবে। পাশাপাশি কসবা কৃষি অফিস এর উদ্যোগে আরও ৫০টি তাল গাছ রোপণ করার পরিকল্পনাও রয়েছে।
এ কার্যক্রমের মাধ্যমে বিজনা নদীর পাড় ও সংশ্লিষ্ট এলাকা একটি সুন্দর, সবুজ ও পরিবেশবান্ধব দর্শনীয় স্থানে পরিণত হবে—এমনই প্রত্যাশা এলাকাবাসীর।

জনপ্রিয়

কুমিল্লার বিশ্বরোডে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাউৎহাট বিজনা নদীর তীরের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে নতুন সড়কের দু’পাশে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশের সময় : ১০:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

 

গতকাল ৩ জুলাই (বুধবার) বিকেল ৪টায় বিজনা নদীর ব্রিজসংলগ্ন নতুন সড়কের ঋষিপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ছামিউল ইসলাম।

এসময় সড়কের পাশে প্রায় ৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল, বিনাউটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান জুয়েল, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, শ্রী জীবন ঋষি, ও এলাকার বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তি

চারা রোপণের পর ইউএনও ছামিউল ইসলাম বলেন, “বিজনা নদীর ব্রিজপয়েন্ট এলাকাটিকে ভবিষ্যতে পর্যটন এলাকায় রূপান্তরের লক্ষ্যেই কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্যোগ নিয়েছি। গাছগুলো একদিন যখন ফুলে ফুলে ছেয়ে যাবে, তখন এ স্থানটি কসবা উপজেলার একটি অন্যতম সৌন্দর্যমণ্ডিত স্থান হিসেবে পরিণত হবে। আমরা চলে গেলেও এই কাজ কসবার মানুষ মনে রাখবে

এ বিষয়ে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয় বলেন, “বিজনা নদীর তীরে একসময় ছিল ‘কৃষ্ণ কিশোরগঞ্জ’ নামের একটি বিখ্যাত জনপদ। এই কৃষ্ণচূড়া গাছগুলো সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে আবার তুলে ধরবে। বর্ষায় এই নদী ও ব্রিজপয়েন্ট দেখতে আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও মানুষ আসে। তাদের স্বাগত জানাতেই এ সৌন্দর্য বর্ধনের উদ্যোগ।”
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তা খাজেরা বেগমের সহযোগিতায় সড়কের উভয় পাশে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হবে। পাশাপাশি কসবা কৃষি অফিস এর উদ্যোগে আরও ৫০টি তাল গাছ রোপণ করার পরিকল্পনাও রয়েছে।
এ কার্যক্রমের মাধ্যমে বিজনা নদীর পাড় ও সংশ্লিষ্ট এলাকা একটি সুন্দর, সবুজ ও পরিবেশবান্ধব দর্শনীয় স্থানে পরিণত হবে—এমনই প্রত্যাশা এলাকাবাসীর।