কুমিল্লা, ০৪ জুলাই ২০২৫ ইং: চানপুর নাজির মসজিদ রোড এলাকায় আজ ভোর ০৪:৫০ ঘটিকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল কর্তৃক একটি সফল অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অবৈধ অস্ত্রসহ একজন আসামীকে গ্রেফতার করা হয় এবং অপর একজন আসামী পলাতক রয়েছে।
রাতভর গোপন তথ্য অনুসন্ধান ও তৎপরতার ভিত্তিতে জানা যায়, খোকন মিয়া নামক ব্যক্তি অবৈধ একটি পিস্তল তার বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে জহিরুল হকের বাসায় পাঠিয়ে রাখেন। পরবর্তীতে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকেই অস্ত্রটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন, উক্ত পিস্তলটি খোকন মিয়া-র। এছাড়াও আত্মীয়স্বজন এবং বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, অস্ত্রটির প্রকৃত মালিক খোকন মিয়া।
গ্রেফতারকৃত আসামী:
১। নাম: খোকন মিয়া (৫৫) পরিচয়: পাছথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পিতার নাম: ইউনুস মিয়া (মৃত) গ্রাম:চানপুর
পোস্ট: কুমিল্লাথানা: কোতয়ালী মডেল জেলা: কুমিল্লা
পলাতক আসামী: ২। নাম: মোঃ আলম (৫০) পিতা: সুলতান মিয়া গ্রাম: ডুমুরিয়া চানপুর ডাকঘর: কুমিল্লা জেলা: কুমিল্লা জাতীয় পরিচয়পত্র নম্বর: ৬৪১৩৪১৪০৬৮
উদ্ধারকৃত অস্ত্র:পিস্তল ৭.৬৫ মিঃমিঃ = ০১টি খালি ম্যাগাজিন = ০১টি
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামী ও অস্ত্র কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হবে। সেনাবাহিনীর এই সাহসিকতাপূর্ণ অভিযান কুমিল্লাকে অবৈধ অস্ত্রমুক্ত রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত