
অদ্য ০৩.০৭.২০২৫ তারিখে উপজেলা প্রশাসন, চান্দিনা এর উদ্যোগে এবং
বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর সহযোগিতায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় । নকল ও নিম্নমানের শিশু খাদ্য (ম্যাংগো জুস ও লিচু ড্রিঙ্কস) উৎপাদনকারী প্রগতি ফুড এন্ড বেভারেজ লিঃ, কোরপাই, চান্দিনা, কুমিল্লা প্রতিষ্ঠানটিতে পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানে প্রতিষ্ঠানটিতে প্রাপ্ত ২৮১ কার্টুন অবৈধ ও মানহীন ম্যাংগো জুস ও লিচু ড্রিংস জব্দ করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে নিকটস্থ চান্দিনা পৌরসভা ডাম্পিং জোনে ধ্বংস করা হয়।
চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে সহযোগিতায় ছিলেন বিএসটিআই জেলা অফিস ,কুমিল্লা এবং চান্দিনা থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে