রিপোর্টর: এমরান হোসেন সোহাগ- নোয়াখালী
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ০১ নং শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে চাটখিল ও চন্দ্রগঞ্জ থানার অন্যতম মাদক ব্যবসায়ী মো. মামুন ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। তার বিক্রিত মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার যুবকরা। তাই এলাকাবাসী যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দ্রুত মাদক ব্যবসায়ী মামুনকে আইনের আওতায় আনার জন্য সংবাদ সম্মেলন ও চাটখিল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকাবাসী জানায়, চাটখিল উপজেলার ০১ নং সাহাপুর ইউনিয়নের সোমপাড়া এলাকায় শিক্ষাও সস্কৃতিতে সমৃদ্ধ। অত্র এলাকায় স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দিনে দিনে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা মাদকের কালো থাবায় গ্রাস হয়ে যাচ্ছে এবং বিভিন্ন অপরাদ কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে। এ নিয়ে অভিভাবকরা উদ্ধিগ্ন হয়ে পড়েছে।
এলাকাবাসী আরো জানায়, প্রসাদপুর গ্রামের ঠাকুর বাড়ির মৃত মনতাজ মিয়ার ছেলে মো. মামুন ও তার স্ত্রী কুলসুম অত্র এলাকার চিহিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে চাটখিল, চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকবার পুলিশ মামুন ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। কিন্তু জেল থেকে বের হয়ে তারা পুনরায় এ ব্যবসা চালিয়ে যায়।এছাড়াও এলাকায় কেউ বিদেশ থেকে আসলে মামুন ও তার সহকারীরা মোটা অংকের চাঁদা দাবি এবং এলাকাবাসীর নারিকেল-সুপারি সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। দ্রুত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত