প্রসঙ্গ:
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার"" ১নং রাজাপুর ইউনিয়ন এ গত কিছু দিনের মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক ঘটনা ঘটে। যেমন: -
১. চড়ানল গ্রামে মাদকাসক্ত ছেলে পাশের বাড়ির এক ভদ্র মহিলাকে খুন করে।
২.রাজাপুর গ্রামে কোরবানির ঈদের রাতে ফয়েজ আহমদ নামে এক যুবকের লাশ সড়কের পাশে পরে থাকে যা দেখে সাধারণ জনমনে হত্যা মনে হয়!
৩.দুই দিন আগে দক্ষিণ গ্রামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় যা মাদকাসক্তদের দ্বারা হত্যা করা হয়েছিল!
৪.শংকুচাইল গ্রামের একজন ব্যবসায়ী রাতে দোকান থেকে ফেরার সময় তাকে পিছন দিক হতে ঘাড়ে আঘাত করে তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নেয়!
নোট: উপরে উল্লেখিত বিষয়সমূহ বিশ্লেষণের মাধ্যমে বুঝা যাচ্ছে যে, এই সকল অপরাধের পিছনে অধিকাংশ ক্ষেত্রে মাদকাসক্ত মানুষগুলো জড়িত।
অনুরোধ ও দৃষ্টি আকর্ষণ আমাদের ১নং রাজাপুর ইউনিয়ন এর প্রতিটি গ্রামের,,, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকদের সমন্বয়ে আপনারা আপনাদের গ্রামের মাঝে মাদক ব্যবসায় জড়িত এবং মাদকাসক্ত ব্যক্তিদের তালিকা করুন এবং তাদের এই পথ থেকে ফিরে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। তা না হলে, যে কোন সময় আপনার আমার পরিবারের সাথে ঘটতে পারে এমন হৃদয়ে বিদারক ঘটনা! আপনি আমি এমন পরিস্থিতির সম্মুখীন হবোনা তারই বা কি নিশ্চয়তা আছে আর হে, যারা মাদকের সঙ্গে জড়িত সমাজ দরদী জননেতা অদৃশ্যজ্ঞানী""আপনাদের বলছি, যখন দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে তখন কিন্তু পালানোর পথ পাবেন না ইনশাআল্লাহ্।
পরিশেষে বুড়িচং থানার আইনশৃংখলা রক্ষাকারী সকল বাহিনীর প্রতি শ্রদ্ধা ও সালাম জানাই ওনাদের সুচিন্তিত পরিকল্পনার ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করার জন্য এবং আবারও আমাদের ১ নং রাজাপুর ইউনিয়ন এর প্রতিটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ করছি,আসুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে সজাগ হই তবে আমরা নিরাপদ জীবনের নিশ্চয়তা পাব ইনশাআল্লাহ।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত