বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নিরাপদ সড়ক বিষয়ক মত বিনিময় সভায় কয়েকটি বিষয় লক্ষণীয় ছিল
১.বুড়িচং বাজারের যানজট নিরসনে প্রতিদিন অন্তত একজন করে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলে যান চলাচলে গতি বাড়বে এবং বিভিন্ন পেশায় কর্মরত সংশ্লিষ্টরা সময়ের মূল্যায়নে অনাহুত বিলম্ব থেকে রক্ষা পাবে।
২.বুড়িচং উপজেলাধীন যান চলাচলে অনুপযোগী সড়ক সমূহ মেরামতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।
৩.শাসনগাছা-বুড়িচং সড়কে সিএনজি চালকরা যাত্রী সাধারণের কাছ থেকে ইচ্ছামতো বা সুযোগ মত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।যা কর্মমুখী ও অফিসগামি মানুষের জন্য সড়কটি আজ অভিশাপ তুল্য।
সড়কটি যান চলাচলে অনেকটা সমস্যাগ্রস্থ হওয়ায় চালকদেরকে মানবিক পেশা মনে করে ভাড়া ৩০ টাকা থেকে ৪০ টাকা (রাত ১০টা পর্যন্ত) বৃদ্ধিসকল মহল সহনীয় পর্যায়ে মেনে নিলেও কতিপয় সিএনজি চালক গাড়ি স্বল্পতার সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে দিনের বেলায়ও ৫০/৬০/৭০টাকা আদায় করে থাকে।
একই সমাজে বসবাসকারী সেবাদানকারী উক্ত পেশার প্রতি মানুষের বিরুপ মনোভাব তৈরি না করে বরং সহানুভূতিশীল ও সম্মানজনক পরিবেশ তৈরিতে চালক সমাজ পদক্ষেপ নিবেন,এমন প্রত্যাশা সকলের। অনেক সময় দেখা যায় অল্প আয়রোজগার দ্বারা জীবিকা নির্বাহকারী লোকেরাও সমাজে পরিবার পরিজনদেরকে নিয়ে কল্পনাতীত ভালো অবস্থানে চলে আসে।
৪.পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে প্রশাসনের মোবাইল টিম কার্যকরী করা।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত