
সংবাদ
গত ২১ জুন,২০২৫ দুপুর ১১ টায় মনোহরগঞ্জ থানার আশিরপাড় বাজারে অবস্থিত আন নুর নুরানী মাদ্রাসার ছাত্র রাসেল হোসেন রাফি (০৭), পিতা-মহিন উদ্দিন, সাং-মেরুয়া, ৬নং মৈশাতুয়া ইউপি, থানা-মনোহরগঞ্জ, অজ্ঞাতনামা অপহরনকারী কর্তৃক অপহৃত হয়।
সংবাদ পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত ঘটনা সংক্রান্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ ও ভিকটিমের পরিবারের সাথে ঘটনার বিষয়ে কথা বলে। এই ঘটনায় ঐদিন রাতেই ভিকটিমের মা রোজিনা আক্তার (২৮) বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তাং-২১/০৬/২০২৫ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০।
ঘটনার পর থেকেই অপহরণকারীরা বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা ইমো নাম্বার থেকে ভিকটিমের পরিবার ও তার আত্মীয় স্বজনের ইমো নাম্বারে কল দিয়ে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। মনোহরগঞ্জ থানা পুলিশ ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে। আসামীর ইমো কলের সূত্র ধরে তাদের অবস্থান এবং পরিচয় সনাক্ত পূর্বক তাদের দাবীকৃত মুক্তিপনের টাকা প্রদানের আশ্বাসের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গত ২৮ জুন,২০২৫ রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় অপহরনের সাথে জড়িত মূল আসামী মোঃ ইমরান হোসেন প্রঃ পাখি (২৫) এবং এই চক্রের অপর সদস্য মোঃ সোহেল (৩৬) দ্বয়কে জামালপুর জেলার সদর থানাধীন দিকপাইত বাজার নামক স্থান থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ভিকটিম রাসেল হোসেন রাফি (০৭) কে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেফতার লক্ষ্যে অভিযান চলমান আছে।
ইতোমধ্যে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীদ্বয় দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। ভিকটিমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।