
রিপোর্টর: এমরান হোসেন সোহাগ
যুবদল নেতা জাহিদ হোসেন রুবেল এর গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন “মা” নুর নেহার বেগম।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ধর্মপুর সাতের দিঘীরপাড় গ্রামের সাতের বাড়ির ও রামনারায়নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ হোসেন রুবেল। ২৫ জুন (বুধবার) বিকেলে “মা” স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। “মা” নুর নেহার বেগম এর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামা’নী আমরিন বেগম।
লিখিত বক্তব্য পাঠ করে, অভিযোগ করে বলেন, আমার সন্তান রুবেল ঘরে আমার বড় ছেলে (প্রবাসী) সাথে কথা বলছিলেন। এমতাবস্থায় গভীর রাতে আমরা ঘরের দরজা নক করলে, আমি দরজা খুলে দিলে আমার ঘরে যৌথ বাহিনী প্রবেশ করে। আমার ছোট ছেলে রুবেল সহ যৌথ বাহিনী আমাদের সাথে কৌশল বিনিময় করেন। আমাদের মধ্যে আলাপচারিতার সময় যৌথ বাহিনীর এক সদস্য বাহিরে বিল্ডিং দক্ষিণ সানসেট অস্ত্র পাওয়া গেছে বলে, বাকি সদস্যদের অবহিত করেন। “মা” নুর নেহার বেগম বার বার কান্না জড়িত কন্ঠে বুঝানোর চেষ্টা করে ও হয়নি কোন মুক্তি। অবশেষে মায়ের অনুরোধে গভীর রাতে না নিয়ে, যৌথ বাহিনী সকালে দিনের আলোয় চাটখিল থানার পুলিশের নিকট সোপর্দ করেন।
“মা” নুর নেহার বেগম আরো অভিযোগ করে বলেন, আমার ছেলে রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করার কারণে কেউ না কেউ রাজনীতির প্রতি হিংসায় তাকে ষড়যন্ত্রমূলক দেশীয় অস্ত্র তার ঘরের বাহিরে লুকিয়ে রেখে আটক করিয়েছেন বলে অভিযোগ করেন।
স্থানীয় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টো জানান, রাজনৈতিক নেতা হিসেবে রুবেল অত্যন্ত ভদ্র প্রকৃতির মানুষ। কেউ তাকে দেশীয় অস্ত্র ঘরের সানসেট রেখে যৌথ বাহিনীকে খবর দিয়ে ধরিয়ে দেন, বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে নিরপরাধ রুবেলকে অব্যহতির জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য নূর নবী মেম্বার জানান, রুবেলের বাসায় যৌথ বাহিনীর অভিযান এর বিষয়টি আমি খবর পেয়ে তৎক্ষণাৎ তার বাসায় চলে আসি। এসে যৌথবাহিনী সদস্যরা আমাকে একটি ব্যাগের মধ্যে পরিত্যাক্ত দেশীয় অস্ত্র গুলো দেখান, আমি তাদেরকে বলার চেষ্টা করি, যদি এমন হতো আপনারা স্থানীয় চেয়ারম্যান বা আমাদেরকে খবর দিয়ে ওই স্থানে নিয়ে গিয়ে তল্লাশি করতেন, এতে আমরা বাস্তবমুখী অবগত হতাম। আমি গত চার বছর থেকে ইউপি সদস্য দায়িত্ব পালন করে আসছি। আমি কখনো রুবেলকে জোরে কথা বলতেও শুনিনি। রুবেল একজন ভদ্র মানুষ তার ষড়যন্ত্র প্রতিবাদ করছি।
স্থানীয় সমাজসেবক সোহাগ মাস্টার জানান, রুবেল একজন ভদ্র এবং ভালো মানুষ। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি তার মুক্তির দাবি করছি।
উল্লেখ্যযে, ২৪ জুন (মঙ্গলবার) যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল, ৩০৩ রাইফেলের সাত রাউন্ড গুলি, সাত রাউন্ড ১২ বোর রাবার বুলেট এবং একটি চাপাতি দা উদ্ধার করা হয়েছে। অভিযানে আটককৃত জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম রুবেল (৩৮) কে আটক করা হয়।
পরিশেষে, “মা” নুর নেহার বেগম ও স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষসহ রুবেল আটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ করেন এবং তার মুক্তির দাবি জানান