০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

সিআইডি প্রধানের সাথে KOICA প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০২:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 28

 

ডেক্স নিউজ

সিআইডি সদর দপ্তর ঢাকায় সিআইডি  ২৩ জুন ২০২৫ খ্রি. তারিখে  প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে Korea International Cooperation Agency (KOICA)-এর প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। KOICA-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থাটির Deputy Country Director Ms. Sujin Kong।

সভায় KOICA ও বাংলাদেশ পুলিশের যৌথ প্রকল্প  Safer Cyber Space for Digital Bangladesh: Enhancing National & Regional Capacity of Bangladesh Police এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় চলমান প্রকল্পের আওয়াতায় ডিজিটাল ল্যাব স্থাপনের অগ্রগতি ও সুষ্ঠু ভাবে কাজ সম্পাদনের জন্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং সাইবার অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সিআইডির সক্ষমতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।

এছাড়াও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির জন্য আধুনিক হার্ডওয়্যার ও সফটওয়্যার সহায়তা প্রদান এবং কারিগরি দক্ষতা উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রস্তাবিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিআইডির সাইবার ইউনিট আরও দক্ষ ও প্রযুক্তি-সক্ষম হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। সিআইডির পক্ষ থেকে KOICA-এর এ সহযোগিতামূলক প্রচেষ্টার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।

জনপ্রিয়

প্রয়াত নকশাল পন্থী নেতা আজিজুল হকের মরদেহ– মরণোত্তর দেহ দানের জন্য– মেডিকেল কলেজের হাতে তুলে দিলেন

সিআইডি প্রধানের সাথে KOICA প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

ডেক্স নিউজ

সিআইডি সদর দপ্তর ঢাকায় সিআইডি  ২৩ জুন ২০২৫ খ্রি. তারিখে  প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে Korea International Cooperation Agency (KOICA)-এর প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। KOICA-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থাটির Deputy Country Director Ms. Sujin Kong।

সভায় KOICA ও বাংলাদেশ পুলিশের যৌথ প্রকল্প  Safer Cyber Space for Digital Bangladesh: Enhancing National & Regional Capacity of Bangladesh Police এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় চলমান প্রকল্পের আওয়াতায় ডিজিটাল ল্যাব স্থাপনের অগ্রগতি ও সুষ্ঠু ভাবে কাজ সম্পাদনের জন্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং সাইবার অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সিআইডির সক্ষমতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।

এছাড়াও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির জন্য আধুনিক হার্ডওয়্যার ও সফটওয়্যার সহায়তা প্রদান এবং কারিগরি দক্ষতা উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রস্তাবিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিআইডির সাইবার ইউনিট আরও দক্ষ ও প্রযুক্তি-সক্ষম হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। সিআইডির পক্ষ থেকে KOICA-এর এ সহযোগিতামূলক প্রচেষ্টার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।