০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

১৬ বছরে ফ্যাসিবাদ ও লুটপাট হয়েছে এখন চলছে হাড্ডি চাটার উৎসব বুড়িচংয়ে আব্বাসী

  • প্রকাশের সময় : ০৪:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • 54

কুমিল্লা প্রতিনিধি

তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির, জৈনপুরের পীর ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেছেন, গত ১৬ বছরে দেশে ফ্যাসিবাদ, নির্যাতন ও ব্যাপক দুর্নীতি হয়েছে। তাঁর ভাষায়, “গোস্ত খেয়ে হাড্ডিটা রেখে গেছে, এখন যারা আছে তারা হাড্ডি চাটছে। আগে বস্তাভর্তি টাকা দিয়ে দুর্নীতি হতো, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে।”

শনিবার (২২ নভেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার সোন্দ্রম গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও কল্যাণ কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে ২০টি গরু জবাই করে মুসল্লিদের আপ্যায়নের আয়োজন করা হয়।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের উদ্যোগে আয়োজিত এ মাহফিলের সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক একেএম লুৎফুর রহমান রিপন।

বক্তব্যে ড. আব্বাসী বলেন, “১৯৭৭ সালে জিয়াউর রহমান ১৯ দফা দাবির পক্ষে গণভোট করেছিলেন। সেই গণভোটের মাধ্যমেই সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন হয়। তিনি একটি ভালো কাজ করেছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।”

বর্তমান প্রস্তাবিত সনদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “স্বাক্ষরের আগে এক অবস্থা, স্বাক্ষরের পরে আরেক অবস্থা—এভাবে সনদ হয় না। এই সনদ যদি গণভোটে পাস হয়, তাহলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের জায়গাটি নষ্ট হবে। কোনো মুসলমান কি তা বিশ্বাস করতে পারে?”

জনপ্রিয়

ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেয়ার পাশাপাশি নগদ অর্থ শুকনো খাবার ও কম্বল দেয়া হয়েছে

১৬ বছরে ফ্যাসিবাদ ও লুটপাট হয়েছে এখন চলছে হাড্ডি চাটার উৎসব বুড়িচংয়ে আব্বাসী

প্রকাশের সময় : ০৪:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

কুমিল্লা প্রতিনিধি

তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির, জৈনপুরের পীর ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেছেন, গত ১৬ বছরে দেশে ফ্যাসিবাদ, নির্যাতন ও ব্যাপক দুর্নীতি হয়েছে। তাঁর ভাষায়, “গোস্ত খেয়ে হাড্ডিটা রেখে গেছে, এখন যারা আছে তারা হাড্ডি চাটছে। আগে বস্তাভর্তি টাকা দিয়ে দুর্নীতি হতো, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে।”

শনিবার (২২ নভেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার সোন্দ্রম গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও কল্যাণ কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে ২০টি গরু জবাই করে মুসল্লিদের আপ্যায়নের আয়োজন করা হয়।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের উদ্যোগে আয়োজিত এ মাহফিলের সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক একেএম লুৎফুর রহমান রিপন।

বক্তব্যে ড. আব্বাসী বলেন, “১৯৭৭ সালে জিয়াউর রহমান ১৯ দফা দাবির পক্ষে গণভোট করেছিলেন। সেই গণভোটের মাধ্যমেই সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন হয়। তিনি একটি ভালো কাজ করেছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।”

বর্তমান প্রস্তাবিত সনদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “স্বাক্ষরের আগে এক অবস্থা, স্বাক্ষরের পরে আরেক অবস্থা—এভাবে সনদ হয় না। এই সনদ যদি গণভোটে পাস হয়, তাহলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের জায়গাটি নষ্ট হবে। কোনো মুসলমান কি তা বিশ্বাস করতে পারে?”