মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, সংবিধান ও বিশ্ববিদ্যালয় আইনসংগত কিছু অসঙ্গতি এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে আদালতে রিট আবেদন করা হয়।
শুনানিতে আদালত বলেন, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত না করে কোনোভাবেই কার্যকর হবে না। সেইসঙ্গে প্রশাসনকে আইন অনুযায়ী নির্বাচন পরিচালনার পরিবেশ তৈরির নির্দেশ দেন হাইকোর্ট।
ডাকসু নির্বাচন স্থগিতের খবরে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল শিক্ষার্থী হাইকোর্টের এ আদেশকে সঠিক সময়ের সিদ্ধান্ত বলে মনে করছেন। তাদের মতে, যথাযথ সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি অর্থবহ হতো না। অন্যদিকে অনেক শিক্ষার্থী হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, দীর্ঘ বিরতির পর ডাকসু নির্বাচন নিয়ে নতুন করে আশা তৈরি হয়েছিল, কিন্তু স্থগিতের কারণে আবারও অনিশ্চয়তা তৈরি হলো।
বিশ্ববিদ্যালয় অঙ্গনের রাজনীতি ও জাতীয় রাজনীতির সঙ্গে ডাকসুর নির্বাচন প্রত্যক্ষভাবে জড়িত। ফলে এই স্থগিতাদেশকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল নতুন কৌশল গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত