
মো: মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ২৮/০৭/২০২৫ ইংসিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের রবীন্দ্র একাডেমিক-৩ এর সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, রেজিষ্ট্রার প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদসহ সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ভিসি প্রফেসর এস এম হাসান তালুকদার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে ডিপিডির অনুমোদন ও বাস্তবায়ন বিলম্বে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। তাই স্থায়ী ক্যাম্পাস শাহজাদপুর তথা সিরাজগঞ্জ জেলার মানুষের প্রাণের দাবি। ৮ বছর ধরে আমরা শুধু স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ঘুরছি তাই রাজপথে নেমেছি। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে, সকাল ৭টার দিকে একই দাবিতে একই মহাসড়কে মানববন্ধন করে উপজেলা জামায়াতে ইসলামী। এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মওলানা মিজানুর রহমান। এ ছাড়াও, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একই মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বক্তব্য রাখেন সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মীর্জা হুমায়ন আহমেদ, উপদেষ্টা ড. ফরহাদ হোসেন, মওলানা আবু জাফর, আব্দুল মোমিন, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু প্রমুখ।