মীর মোঃ সাজন
লক্ষ্মীপুরের সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে আটক করেছে।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা এলজি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত