মেহেদী হাসান রাসেল, লক্ষ্মীপুর
বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা রাহাত পদোন্নতি পেয়ে ক্যাপ্টেন থেকে মেজর হয়েছেন। তার এই পদোন্নতিতে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে সভাপতি বি.বি. রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল অভিনন্দন জানিয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সমসাময়িক বিষয় নিয়ে আলাপচারিতার অংশ হিসেবে মেজর রাহাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বি.বি. রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আলোচনায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা এবং সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে মতবিনিময় হয়।
মেজর রাহাত বলেন, “রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আমি লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের কমান্ডারের দায়িত্ব পালন করছি। সে সময় দেশের পরিস্থিতি ছিল চরম নাজুক। আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনী নিরপেক্ষভাবে কাজ করছে এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সমাজের অসংগতি ও দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকরা যদি সঠিক তথ্য দেন, তাহলে আমাদের কাজের অগ্রগতি ত্বরান্বিত হবে।”
আসন্ন দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে মেজর রাহাত জানান, লক্ষ্মীপুর জেলায় ৭৮টি পূজামণ্ডপে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সেনাবাহিনী বদ্ধপরিকর।
এসময় বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বি.বি. রায় চৌধুরী মেজর রাহাতকে কামানখোলা জমিদার বাড়ির দুর্গাপূজায় আমন্ত্রণ জানান। মেজর রাহাত আমন্ত্রণ গ্রহণ করে পূজামণ্ডপটি পরিদর্শনে যাওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, মেজর রাহাত কর্মজীবনে চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কুমিল্লায় কর্মরত আছেন। আমাদের ক্যান্টনমেন্টও কুমিল্লায় অবস্থিত। তিনি বর্তমানে কুমিল্লায় চাকরিরত এবং এখান থেকে লক্ষীপুর সেনা ক্যাম্পে এসেছেন। বর্তমানে তিনি এই ক্যাম্পে কমান্ডারের দায়িত্ব পালন করছেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত