
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ : ২৪/০৮/২০২৫ ইং
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রাজশাহি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশকে সুখি সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ে তুলতে সততা, স্বচ্ছতা আর যোগ্যতা জরুরি। যেদিন এই তিনটির সমন্বয় ঘটবে সেদিন বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। সেদিন বাংলাদেশে থাকবে না কোন চাদাবাজ, দুর্নীতিবাজ, বালু খেকো, পাথর খেকো। তিনি আরও বলেন, ভালো মানুষেরা চুপচাপ থাকায় গুটিকয়েক চাদাবাজ, সন্ত্রাসী, দুর্ণীতিবাজ সমাজে অশান্তি তৈরি করে রেখেছে। এটি হতে দেওয়া উচিত নয়।
শনিবার বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অষ্টম আবর্তনের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। বিশ্ববিদ্যালয়ের একাডিমক ভবন-৩ এর মিলনায়তনে ইসলামি ছাত্রশিবির রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত নবীন বরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় প্লানিং ও ডেভলপমেন্ট সেক্রেটারি রিয়াজুল ইসলাম, ইসলামি ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি রেজওয়ানুল শোয়েব, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক মিজানুর রহমান, মাওলানা আবু জাফর, সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন, আব্দুল মোমিন প্রমুখ। নবীন বরনে আগত বিশ্ববিদ্যালয়টির নবাগত শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট, বই, প্রকাশনা ও ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।