খালেদ আহমদ সিলেট
এসএমপি ডিবির অভিযানে কাজে জড়িত থাকার কারণে আবাসিক হোটেল অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন গ্রেপ্তার।
অদ্য ০৪/০৯/২০২৫খ্রিঃ বিকাল ১৭.০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতয়ালী মডেল থানাধীন মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘জাহান’এর ২য় তলার ২০৪ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০১ (এক) জন পুরুষ ও ০১ (এক) জন নারী মোট ০২ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা ১। পংকজ বিশ্বাস (৩০),২। মৌমিতা রানী দাস (১৯)।উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত