মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতির পৈতৃক নিবাস সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে।
তাঁর বাবা চৌধুরী বখতিয়ার মামুন একজন অবসরপ্রাপ্ত ভূমি অফিস কর্মকর্তা। ছোটবেলা থেকেই মেধাবী প্রীতি ২০১৪ সালে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
পরবর্তীতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু সাহিত্য বিভাগে ভর্তি হয়ে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।
তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন।
এরপর ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি অন্যতম নেতৃত্ব দেন। বিশেষ করে কবি সুফিয়া কামাল হলে নারী শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রীতির ভূমিকাই ছিলো গুরুত্বপূর্ণ। সরকার পরিবর্তনের পর থেকে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি নিজের নির্বাচনী এলাকা উল্লাপাড়ায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে এনসিপির বার্তা তুলে ধরেছেন।
এ বিষয়ে জাতীয় যুবশক্তি এনসিপির সিরাজগঞ্জ জেলা মুখ্য সংগঠক মেহেদী হাসান বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে। জুলাই বিপ্লবের চেতনায় এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে।
আমরা উল্লাপাড়ায় দলীয় কার্যক্রম জোরদার করেছি, তারই ধারাবাহিকতায় দ্যুতি অরণ্য আপুর পরামর্শ ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। তিনি মনোনয়ন ফর্ম নিয়েছেন, এতে আমরা সত্যিই আনন্দিত। আশা করি, দল ও তাঁকে প্রার্থী হিসেবে বিবেচনা করবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত