মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
পরিবহন খাতে অনিয়ম, অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগের তদন্তে সিরাজগঞ্জ সরকারি কলেজে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার ১৪ সেপ্টেম্বর ও সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল থেকে দুদক সমন্বিত জেলা কার্যালয়, পাবনার একটি প্রতিনিধি দল কলেজ কার্যালয়ে অভিযান শুরু করে। তারা বিভিন্ন দপ্তরের নথিপত্র যাচাই-বাছাই করেছে এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের কাছে থেকে অভিযোগ ও তথ্য যাচাই-বাছাই করেছে। অভিযানের পর যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। এ বিষয়ে অত্র কলেজের অধ্যাক্ষ মোঃ আমিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন গত ১৪ সেপ্টেম্বর রবিবার ও ১৫ সেপ্টেম্বর সোমবার দুই দিন যাবৎ তদন্ত হলো তদন্ত এখনো চলমান রয়েছে
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত