মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম (৩৫) বিলের পানিতে নৌকা ডুবে মারা গেছে। তিনি শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন পরিচ্ছন্নতাকর্মী ও ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে ঝড়ো হাওয়া ও প্রচন্ড ঢেউয়ে নৌকা উল্টে ডুবে যাওয়ায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, এদিন দুপুর ১২টার দিকে মনিরুল ইসলাম পাশের চিনাধুকুরিয়া গ্রামে নৌকা যোগে রাইস মিলে ধান ভাঙ্গাতে যাচ্ছিল। এ সময় ওই নৌকায় তার ৭ বছরের শিশু ছেলে, ভাগিনা ও বাবা ছিল। তাদের নৌকা মাঝবিলে পৌছানোর পর হঠাৎ বিলের মধ্যে ঝঁড়ো বাতাস ও প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ধানবোঝাই নৌকাটি উল্টে সবাই বিলের পানিতে ডুবে যায়। এ সময় মনিরুলের বাবা আব্দুস সালাম ও ভাগ্নে বিলের পানিতে সাঁতার দিয়ে ভাসতে থাকে। আর মনিরুল দুই হাত দিয়ে তার শিশু ছেলে মাসুমকে উচু করে ধরে চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন ও মাছ ধরা জেলেরা নৌকা নিয়ে ছুটে এসে মনিরুলের হাত থেকে শিশু ছেলেটিকে উদ্ধার করে নৌকায় তোলামাত্র ক্লান্ত মনিরুল গভীর পানিতে তলিয়ে যায়। এরপর জেলেদের জাল ফেলে ১ ঘন্টা খোঁজাখুজির পর তার নিথর দেহ উঠে আসে। তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো : শাহ আলী জানান, মনিরুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস.এম হাসান তালুকদার, প্রো-ভিসি প্রফেসর ড. সুমনকান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত