মোঃ ইব্রাহিম আলী,
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মো. ইউসুফ আলীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চকপাড়া গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করে ৪নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, কেন্দ্রীয় কমিটি ও সাবেক যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপি, নাটোর।
বিশেষ অতিথি ছিলেন জনাব মো. আমিনুল ইসলাম কুহেল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক।
সভাপতিত্ব করেন মো. আবুল ফকির, স্থানীয় বিএনপি নেতা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমিনুল ইসলাম, মো. হারুন আর রশিদ, শরিফুল হাসান মৃধা, মো. আব্দুল ওহাব, পান্না সরকার, মো. মিল্টন আলী, মো. করিম হোসেন, মো. ইলিয়াস হোসেন, ও মো. কাজল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা বিএনপির ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত