মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনেনাটোরের সিংড়ায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকালে বর্ণাঢ্য র্যালী ও জনসমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন, নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
দিবসটি উপলক্ষে সিংড়া গরু হাটি থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি আত্রাই নদীর বড় ব্রীজ, সিংড়া বাসস্ট্যান্ড, মাদ্রাসা মোড় হয়ে কোর্ট মাঠে এসে শেষ হয়।পরে এখানে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সিংড়া পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সাবেক ভিপি এডভোকেট শামীম হোসেন ও সাইদুর রহমান সাধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন,উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি দিবস নয়,বরং এটি গণতন্ত্র,ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনের প্রতীক। তিনি বিপ্লব ও সংহতির আদর্শে উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবুল হাসান ডাবলু, উপজেলা কৃষক দলের আহবায়ক রেজাউল করিম জান্টু,কৃষক দলের সদস্য সচীব ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন মিন্টু, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির, পৌর ছাত্র দলের আহবায়ক মুক্তার হোসেন প্রমূখ
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত