
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক ও বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান রাহাত শামস্ বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা উদ্যোগ রয়েছে। সারাদেশে ক্রিকেটটাকে ছড়ায়ে দেয়া। ক্রিকেটের ম্যানেজমেন্টকে সারা দেশব্যাপী বিকেন্দ্রীকরণ করা। আমরা সহজ কথায় যদি বলি, আমাদের গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে বাংলাদেশ টিম-এইভাবে আমরা একদম রুট লেভেলে যদি প্লেয়ারদের তৈরি করার বিষয়টা দেখি, সেটা হচ্ছে আমাদের গ্রাম, ইউনিয়ন এবং উপজেলা। এটা একটা ন্যাচারাল সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমাদের প্লেয়াররা নীচে থেকে গ্রেজেটেড হয়ে হয়ে উপরের দিকে দাড়াবে। একদম সলিড প্লেয়াররা যেনো উপরের দিকে উঠতে পারে। বেশি সংখ্যক সলিড প্লেয়াররা যেনো আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে কম্পিটিশন করতে পারে।’
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের আয়োজনে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ‘বিশ্বনাথ উপজেলার ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে’ অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও গ্রামের দক্ষিণে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাহাত শামস্ আরও বলেন, ‘আমরা আজকে এখানে এসে ক্রিকেটের প্র্যাকটিস মাঠ তৈরির লক্ষ্যে দুটি জায়গা পরিদর্শন করেছি। আমাদের আজকের এই যে পথচলা, চার বছর পাঁচ বছর পর এই প্রচেষ্টার ফলে আমরা হয়তো দেখতে পাবো এখান থেকে একজন রাজিন সালেহ, একজন অলক কাপালী, একজন তাপস বৈশ্য, একজন এনামুল হক জুনিয়র উঠে এসেছে।’
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ট্রেজারার ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু মনসুরের সভাপতিত্বে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ টিপুর সঞ্চালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ হাইপারফরমেন্স (এইচপি) দলের ব্যাটিং কোচ রাজিন সালেহ। বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা এখানে ক্রিকেটের মাঠ তৈরি করুন। আমরা সহযোগিতা করবো। আমার কোচিং লাগলে আমি আসবো। এখান থেকে ট্যালেন্ট ক্রিকেটার বের করে আনা আমাদের দায়িত্ব, যারা ভবিষ্যতে একেকজন তামিম-মুশফিক হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, তেতলী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা ক্রিকেটার শিপলু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ও প্রথম শ্রেণির ক্রিকেটার ইমতিয়াজ হোসেন চৌধুরী তান্না, শেখঘাট পাইওনার্স ক্লাব ও পাইওনার্স গ্রীণ ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক ক্রিকেটার ইমতিয়াজ আহমেদ জসলু, জেলা ক্রিকেট দলের প্রধান কোচ রানা মিয়া, সাবেক ক্রিকেটার শামীম আহমদ শেহনাজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন বাংলাদেশের সমন্বয়ক ওয়াসিম উদ্দিন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা ক্রিকেট দলের সদস্য জাবের আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির।



























