আমরা যখন খবরের কাগজ খুলি বা টেলিভিশনের সামনে বসি, তখন দেখি সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি তুলে ধরছেন। কিন্তু অনেক সময়ই কিছু মানুষের ভুল ধারণার কারণে তাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়।
আসলে সাংবাদিকতা কোনো সহজ পেশা নয়। একজন সাংবাদিককে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সত্যের সন্ধানে তারা রাত-দিন এক করে ফেলেন। সমাজের গভীরে লুকিয়ে থাকা দুর্নীতি, অন্যায়, এবং অসাম্যকে সবার সামনে আনতে তারা নিরলস পরিশ্রম করেন। তাদের এই প্রচেষ্টা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতারই প্রতিফলন।
আমরা অনেক সময়ই কেবল খবরের শিরোনাম দেখি, কিন্তু এর পেছনের পরিশ্রম, ঝুঁকি এবং ত্যাগ দেখতে পাই না। একজন সাংবাদিকের জীবনের লক্ষ্যই হলো সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা, যারা নিজেদের কথা বলার সুযোগ পায় না। তাই, তাদের সম্মান করা আমাদের সকলেরই দায়িত্ব। আসুন, আমরা তাদের পেশাকে সম্মান করি এবং তাদের নিরন্তর প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত