
প্রতিপাদ্যকে ঘিরে উদযাপিত হল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫
সোমবার ১৩ অক্টোবর হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, লালমাই কর্তৃক আয়োজিত এ দিবসে সদর দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভূমিকম্প, অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগে প্রস্তুতির মহড়া প্রদর্শন করা হয়।
“আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫” উদযাপন উপলক্ষ্যে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা,লালমাই থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: গোলাম মওলা , হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন।





















