গাজী জাহাঙ্গীর আলম জাবির
কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন কমিটির উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর, শুক্রবার বাদ আছর ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে জশনে জুলুছ ও মাহফিলে ঈদে মিলাদুন্নবী সা: সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেছেন, ঈদে মিলাদুন্নবী হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর জন্মোৎসব এবং সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ কর্তৃক প্রেরিত রহমত। পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যকে ধারণ করে মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবজাতির কল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটাতে হবে। আর যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
বক্তারা আরো বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ও শিক্ষার পরিপূর্ণ বাস্তবায়নই ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারে।
সংবাদ সম্মেলনে জশনে জুলুস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কর্মসূচির বিষয়ে বলা হয়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব কুমিল্লা টাউন হল মাঠ থেকে জশনে জুলুছ বের হয়ে টাউন হলে ফিরে আসবে। সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে আলোচনা, মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার কর্মসূচি সফল করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির অর্থ সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান আল মাইজভান্ডারী।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। সভাপতিত্ব করেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর মোহাম্মদ আব্দুল মান্নান, জুলুছ কমিটির সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ, দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুস গাফফারী বখশী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ মাসুম বিল্লাহ মিয়াজী, হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, শাহ মোঃ ইত্তেহাদুল রশিদ বীপু বখশী,সদস্য রেজাউল হক আখি প্রমুখ।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত