মেহেদী হাসান রাসেল চ্যানেল এইচডি ২৪ লক্ষীপুর
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন বিভাগের উদ্যোগে ২১ অক্টোবর ২০২৫ সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
লক্ষীপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
লক্ষীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জমশেদ আলম রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ। সদর লক্ষীপুর উপজেলার
সহকারী কমিশনার ভূমি অভি দাস।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেল সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্ধ।
কর্মসূচির আয়োজন করে নোয়াখালী উপকূলীয় বন বিভাগ, সদর উপজেলা প্রশাসন এবং লক্ষ্মীপুর সদর নার্সারি রেঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর গুরুত্ব বোঝাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।’
তিনি আরো বলেন আজ আমরা শিশু কিশোর দের হাতে যেমন উদ্ভিদের চারা তুলে দিয়েছি ঠিক তেমনি এই শিশু রা ও হল মানব চারা আমরা যদি সঠিক ভাবে এই দুই চারার যত্ন নিতে পারি তাহলে একদিকে যেমন বনজ সম্পদে সমৃদ্ধ হবো ঠিক তেমনি মানব সম্পদে ও আমরা সমৃদ্ধ হবো।
প্রথমিক শিক্ষার কার্যক্রম কে তরান্বিত করার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেন গাছের চারা বিতরণে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করেছে।
এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ১১ হাজার ৫’শত চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত