
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালগাছী করতোয়া ডিগ্রি কলেজের জনাব মোঃ আব্দুর রশিদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (জীববিজ্ঞান) বিষয়ক শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ ইং সকাল ১০ ঘটিকায় গোধূলী বেলা অডিটোরিয়াম হল রুমে শাহজাদপুর,সিরাজগঞ্জ।
অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ জনাব মোঃ সেরাজুল ইসলাম স্যারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াদাহ ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল জব্বার দাতা সদস্য গভর্নিং বডি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) জনাব মোঃ আসলাম আলী পিপিএম, জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বিদ্যুৎসাহী সদস্য ,
জনাব মোঃ নাজমুল আলম নাহিদ প্রতিষ্ঠাতা সদস্য , জনাব মোঃ আফসার আলী হিতোষী সদস্য , অভিভাবক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহানুর রহমান, জনাব মোঃ পলাশ মিয়া, শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল লতিফ,
জনাব মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী (সরোয়ার), জনাবা মোছাঃ হোসনেয়ারা পারভীনসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এবং সকল শিক্ষার্থীরাসহ অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ পারভেজ আক্তার
জ্ঞানালোক কিন্ডারগার্টেন এবং প্রি-ক্যাডেট হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ আবু জাফর ইমরান, এস . এ . মডেল কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল মতিন, গাড়াদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি জনাব মোঃ আব্দুল মতিন, গাড়াদহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব মোঃ আব্দুল খালেক, গাড়াদহ ইউনিয়ন বিএনপির যুবদলের আহ্বায়ক জনাব মোঃ হিরা, শাহজাদপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বর্তমানে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবিদ হাসান প্রমুখ।
এর আগে গত ২৪ নভেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রশিদ স্যারের শেষ কর্ম দিবসে অত্র কলেজ বিভিন্ন বিষয় নিয়ে পরিদর্শন করেছেন এতে শিক্ষার্থীরাসহ সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেছিলেন। আব্দুর রশিদ স্যার ১৯৯৪ সালে তালগাছি করতোয়া ডিগ্রী কলেজে জয়েন করেছিলেন তিনি ৩১ বছর সুনামের শহীদ শিক্ষকতা করলেন। তিনি গত এপ্রিল মাসের ৪ তারিখ হতে অধ্যবধি শেষ কর্ম দিবস পর্যন্ত ৮ মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, এ প্রতিষ্ঠান সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি গাড়াদাহ ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল জব্বার দাতা সদস্য গভর্নিং বডি, তিনি বলেছেন এ প্রতিষ্ঠান সামনের দিনে শুধু উপজেলা নয় জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।
এ সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ আসলাম আলী পিপিএম তার বক্তব্য আরো বলেছেন বাল্য বিবাহ, মাদক বন্ধের বিষয়ে শুধু প্রশাসন নয় শিক্ষক, শিক্ষার্থীরা ও সুধী সমাজ সহ এগিয়ে আসতে হবে তবে এ ধরনের বাল্যবিবাহ, মাদক ইত্যাদি সহ অন্যন্য খারাপ বিষয় বর্জন করা সম্ভব। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক জনাব মোঃ আব্দুর রশিদ স্যারকে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার প্রধান করেছেন অতিথি বৃন্দরা।










