মো: মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, বাঙালীর চিন্তা-চেতনায় মিশে থাকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস কেটে গেল নীরবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ীতেও ছিলনা কোন প্রকার কর্মসূচী। কোন শোক নেই, স্মরণ নেই, কোলাহল নেই কোন। পুরোপুরি নিস্তব্ধ এক নীরবতা নিয়ে পার হলো আরেকটি ২২ শে শ্রাবণ। গত বুধবার সারাদিন রবীন্দ্র কাছারীবাড়ী ছিল সুনসান নীরবতা, ছিল না কোন সরকারি ভাবে কর্মসূচি। তবে বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কবির প্রয়াণ দিবসকে স্মরণ করতে ব্যাক্তিগত উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান পালন করেছে।
এব্যাপারে রবীন্দ্র কাছারিবাড়ীর কাস্টোডিয়ান শাওলী তালুকদার জানান, প্রয়াণ দিবসে সাংস্কৃতিক মন্ত্রাণালয় ও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক কোন চিঠি বা আদেশ না থাকায় কোন কর্মসূচি অনুষ্ঠিত হয়নি। এদিকে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ৮৪তম মহাপ্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে। বুধবার(৬ আগষ্ট) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলাদেশ বা ভারতের মানুষ নন। তিনি সারা পৃথিবীতে পূজনীয়। তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা। তাঁর সৃষ্টিকর্ম, চিন্তা ও দর্শনকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, কবির প্রয়াণ দিবসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে তাদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর - এর ৮৪ তম মহাপ্রয়াণ দিবস পালন করে
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত