০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শাহজাদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সারোয়ারের বিশাল জনসভা

  • প্রকাশের সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 33

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজঞ্জ জেলা প্রতিনিধি

‎৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার বিকেল ৫ টায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিলো । অনুষ্ঠানটির আয়োজন করেছিলো শাহজাদপুর উপজেলা বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম সারোয়ার। জনসমুদ্রে মুখরিত জামিরতা ডিগ্রি কলেজ মাঠ বিকেল থেকে হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নেমেছিলো জনসভাস্থলে। ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং নানা শ্লোগানে মুখর হয়ে ওঠেছিলো জামিরতা ডিগ্রি কলেজ মাঠ ও আশপাশের এলাকা। মাঠের ভেতর যেমন কানায় কানায় পূর্ণ ছিলো, তেমনি আশপাশের সড়কজুড়ে শত শত মানুষ অবস্থান নিয়েছিলো। এ সময় জনগণের উদ্দেশ্যে মোঃ গোলাম সারোয়ার বলেন, বিএনপি হলো জনগণের দল। এ দলের জন্ম হয়েছে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার আন্দোলন থেকে। বর্তমান সরকারের দুঃশাসনে দেশের মানুষ দমবন্ধ অবস্থায় রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচন হবে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। তিনি আর ও বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে মানুষের সেবা করে আসছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি সিরাজগঞ্জ-৬ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। জনগণই আমার শক্তি, জনগণের সমর্থন নিয়েই আমি সামনের পথে চলব। উক্ত অনুষ্ঠানে উপজেলার নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। জনসভাকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক নেতাকর্মী মিছিলের মাধ্যমে সভাস্থলে এসে যোগ দেন। নারীদের অংশগ্রহণ ও ছিলো উল্লেখযোগ্য। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই জনসভায় শাহজাদপুরে বিএনপির শক্তি প্রদর্শনের এক বিরাট আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে যে, মোঃ গোলাম সারোয়ারের নেতৃত্বে আয়োজিত এ সমাবেশ আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অবস্থানকে আর ও সুসংহত করেছে।

জনপ্রিয়

রাষ্ট্র কাঠামো পূর্ণগঠনে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

শাহজাদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সারোয়ারের বিশাল জনসভা

প্রকাশের সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজঞ্জ জেলা প্রতিনিধি

‎৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার বিকেল ৫ টায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিলো । অনুষ্ঠানটির আয়োজন করেছিলো শাহজাদপুর উপজেলা বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম সারোয়ার। জনসমুদ্রে মুখরিত জামিরতা ডিগ্রি কলেজ মাঠ বিকেল থেকে হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নেমেছিলো জনসভাস্থলে। ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং নানা শ্লোগানে মুখর হয়ে ওঠেছিলো জামিরতা ডিগ্রি কলেজ মাঠ ও আশপাশের এলাকা। মাঠের ভেতর যেমন কানায় কানায় পূর্ণ ছিলো, তেমনি আশপাশের সড়কজুড়ে শত শত মানুষ অবস্থান নিয়েছিলো। এ সময় জনগণের উদ্দেশ্যে মোঃ গোলাম সারোয়ার বলেন, বিএনপি হলো জনগণের দল। এ দলের জন্ম হয়েছে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার আন্দোলন থেকে। বর্তমান সরকারের দুঃশাসনে দেশের মানুষ দমবন্ধ অবস্থায় রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচন হবে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। তিনি আর ও বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে মানুষের সেবা করে আসছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি সিরাজগঞ্জ-৬ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। জনগণই আমার শক্তি, জনগণের সমর্থন নিয়েই আমি সামনের পথে চলব। উক্ত অনুষ্ঠানে উপজেলার নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। জনসভাকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক নেতাকর্মী মিছিলের মাধ্যমে সভাস্থলে এসে যোগ দেন। নারীদের অংশগ্রহণ ও ছিলো উল্লেখযোগ্য। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই জনসভায় শাহজাদপুরে বিএনপির শক্তি প্রদর্শনের এক বিরাট আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে যে, মোঃ গোলাম সারোয়ারের নেতৃত্বে আয়োজিত এ সমাবেশ আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অবস্থানকে আর ও সুসংহত করেছে।