মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সকালে শাহজাদপুর উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিস আয়োজিত এ মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজোলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন প্রমূখ। এ ছাড়া উপজেলার বিভিন্ন কর্মকতা কর্মচারি ও শাহজাদপুরের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন পথ প্রদক্ষিন করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত