মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে ১৩টি মামলার আসামি ও পলাতক এক নারীকে ঢাকা সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে। জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্যাদাইড় গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামীলীগ নেত্রী রূপা খাতুন (৩৫) দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। থানা সূত্রে জানা যায়, রূপা খাতুনের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা , ছিনতাইসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন এলাকায় ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৪ আগস্ট) ঢাকা সাভার এলাকা থেকে রূপা খাতুন ও তার স্বামী মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোমবার (২৫ আগস্ট) দুপুরে রূপা খাতুন কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত