এসময় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এড.বেলাল হোসেন ও মাওলা জাকির হোসেন বলেন, একই দিনে মনোনয়নপত্র বিক্রয়, মনোনয়নপত্র গ্রহণ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হওয়ায় এটি সংগঠনের গঠনতন্ত্র বিরোধী ও পরিপন্থী হওয়ায় লালমাই উপজেলার দ্বি -বার্ষিক নির্বাচনীয় তফসিল বাতিল চায়। এসময় তারা দাবি করেন জানান, পরবর্তীতে সময় নির্ধারণ করে ও সাংগঠনিক নিয়মে লালমাই উপজেলার দ্বি -বার্ষিক নির্বাচনীয় তফসিল ঘোষণা করার জন্য। সংবাদ সম্মেলন করেন লালমাই প্রেস ক্লাব কার্যালয় শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সন্ধ্যায় ৭ টায়।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত