
মেহেদী হাসান রাসেল লক্ষ্মীপুর
১২ ই সেপ্টেম্বর ২০২৫ লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিগত পাঁচ বছরের সম্মাননা প্রদান করেছে শিল্পকলা একাডেমি।
শুক্রবার ১২ ই সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টায় লক্ষ্মীপুর টাউন হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিগত ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলার ১৯ জন গুণীশিল্পীকে সম্মাননা পদক, সনদপত্র, স্যুভেনির, উপহার চেক এবং জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের লেখা “সংস্কৃতির দন্দ ও সমন্বয়” বই প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুরের সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো, জসীম উদ্দিন এবং পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার বলেন, “সংস্কৃতি কোনো একক সৃজনশীলতার নাম নয়; এটি সমন্বয়ের শিল্প। আমাদের গুণীশিল্পীরা দীর্ঘদিন ধরে সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করছেন। তাঁদের এই অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে শিল্পী, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।