মেহেদী হাসান রাসেল, লক্ষ্মীপুর
২৩ সেপ্টেম্বর ২০২৫ : ভূমি সেবা নিতে আসা নাগরিকদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে না হয়—এই ভাবনা থেকে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা ভূমি অফিসে স্থাপন করা হলো লাইব্রেরি ও ওয়েটিং রুম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফিতা কেটে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সনাকে’র সাবেক সভাপতি জেডএম ফারুকীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা ও সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। দেশের একমাত্র জেলা হিসেবে লক্ষ্মীপুরের প্রতিটি ইউনিয়ন ভবন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও পৌরসভায় আমরা ইতোমধ্যে লাইব্রেরি স্থাপন করেছি। এরই ধারাবাহিকতায় আজ সদর উপজেলা ভূমি অফিসে লাইব্রেরি ও ওয়েটিং রুম চালু করা হলো। প্রতিদিন অসংখ্য সেবাগ্রহীতা এখানে আসেন। সেবা পেতে বিলম্ব হলে অপেক্ষার সময়টুকু তারা বই পড়েই কাটাতে পারবেন, যা তাদের মানসিক সমৃদ্ধি ঘটাবে।”
বাংলাদেশ প্রেসক্লাব, লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক বি.বি. রায় চৌধুরী বলেন, “বই আমাদের মনন, মানসিকতা ও সমাজ পরিবর্তনে বিরাট ভূমিকা রাখতে পারে। তাই এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট-এর প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও গবেষক কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “এ উদ্যোগ সপ্রাণ এক পরিবেশ তৈরি করবে, যা জ্ঞানচর্চা, সংস্কৃতিবান মানুষ গঠনসহ বইয়ের পাঠ সেবাপ্রার্থীদের এক নতুন জগতে নিয়ে যাবে।”
সদর উপজেলা ভূমি অফিসে গড়ে ওঠা এই লাইব্রেরি ও ওয়েটিং রুম স্থানীয় নাগরিকদের কাছে ইতোমধ্যেই আগ্রহের জন্ম দিয়েছে। জেলা প্রশাসনের বিশ্বাস, এ উদ্যোগ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সেবা প্রার্থীদের অপেক্ষার সময়টিকে আনন্দময় করে তুলবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত