
মেহেদী হাসান রাসেল চ্যানেল এইচডি ২৪
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দালালবাজার, বাসাবাড়ি, হায়দারগঞ্জ, মিতালী বাজার, রায়পুর বাজার, রায়পুর কলেজ রোড, পানপাড়া, মীরগঞ্জ, পালেরহাটসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেয় প্রায় ৩ হাজার মোটরসাইকেল সহ প্রাইভেটকার ও পিকআপ ভ্যান। পথজুড়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে জনতা হাত নাড়িয়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রার প্রতি সমর্থন জানায়। রায়পুর ও লক্ষ্মীপুর সদরজুড়ে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের আমানত সঠিকভাবে কাজে লাগিয়ে রায়পুর ও লক্ষ্মীপুরের উন্নয়ন বৈষম্য দূর করব। কমিশন বাণিজ্য বন্ধ করে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সুবিধা চালু, লক্ষ্মীপুরে রেলসংযোগ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, এবং তরুণদের কর্মসংস্থানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। গ্রামে-গঞ্জে, বাড়ি-বাড়ি গিয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে আহ্বান জানাই।সমাবেশে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী পরিচালক অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল,
জেলা কর্মপরিষদ সদস্য সর্দার সৈয়দ আহমেদ, মমিন উদ্দীন পাটোয়ারী, মাস্টার মমিনুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, রায়পুর উপজেলা আমির মাওলানা নাজমুল হুদা, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, সদর উপজেলা সেক্রেটারি ফয়েজ আহমেদ, পৌর নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দীন, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব প্রমুখ।
দিনব্যাপী এই বর্ণাঢ্য শোভাযাত্রা রায়পুর ও লক্ষ্মীপুরজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।





















