
কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযানে চালিয় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছেন বিজিবি।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বণিক বার্তা কেব এই তথ্য নিশ্চিত করেন । তিনি জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গত রাতে গৌপন সংবাদ পেয়ে রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫৮ বোতল অলিভ অয়েল তেল, ১ হাজার ১২০ পিস ডেরোবিন ক্রিম, ৮৬০ পিস স্কিন সাইন ক্রিম, এক হাজার ৩৩০ পিস জনসন বেবি লোশন এবং ৩ লাখ ৪০ হাজার ৬০০ পিস বাজি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৮৮ লাখ টাকা। জব্দ তালিকা করার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিত ছিলেন আইনানুগ প্রক্রিয়া শেষে শুল্ক দপ্তরে জমা দেয়া হয়েছে।



























