কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ২২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ টাকা।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, (৭ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সন্দেহজনক মোটরসাইকেল আটক করা হয়। পরে তল্লাশির সময় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২২,০০০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তির নাম নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০), পিতা মোহাম্মদ হোসাইন, গ্রাম ফুলের ডেইল দক্ষিণ হ্নীলা, ডাকঘর হ্নীলা, থানা টেকনাফ, জেলা কক্সবাজার।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত