
লহ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদা না দেওয়ায় খুকি বেগম (৫০) নামের এক নারীকে কুপিয়ে নাক কেটে ফেলার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবকদল কর্মী ফরিদ হোসেন বাবুলের ভাই রাজু হোসেন (২৭)কে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
হামলায় রক্তাত্ব ঐ নারীর গলা থেকে সোনার চেইনও নিয়ে গেছে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ মে) দুপুরে রামগঞ্জ পৌর এলাকার কলচমা গ্রামের আবদুল আজিদ মুন্সী বাড়ীর সামনে।
এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রব বাবুল শনিবার রাতে ফরিদ হোসেন বাবুল ও তার ভাই রাজু হোসেনসহ অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে রামগঞ্জ থানায় একটি এজাহার করলে রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ জাহীদ হোসেন রবিবার রাতে এজাহারনামীয় আসামী রাজু হোসেনকে নিজ বাড়ী থেকে আটক করেন।
তবে উক্ত ঘটনায় সম্পৃক্তরা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও স্বেচ্ছাসেবকদলের কোন পদবীধারী নেতা বা কর্মী নয় বলে জানান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ দুলাল হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন নিশান।
বাদী আবদুর রব বাবুল জানান বাড়ীর পশ্চিমের একটি মাঠ থেকে মাটি ক্রয় করে কাজ শুরু করলে রাজু হোসেন (২৭) ও তার ভাই স্বেচ্ছাসেবকদলের কর্মী ফরিদ হোসেন বাবুল (৩০)সহ অজ্ঞাত আরও ৪-৫ জন আমার স্ত্রী খুকী বেগমের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর দলবদ্ধ হয়ে দা, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
এসময় রাজু ধারালো দা দিয়ে খুকী বেগমের মাথায় কোপ মারার চেষ্টা করলে তিনি প্রতিরোধের চেষ্টা করলে দায়ের আঘাতে নাকটি কেটে মারাত্মক জখম হয়। এসময় ফরিদ হোসেন বাবুল খুকি বেগমের গলা থেকে একটি সোনার চেইন লুটে নেয়।
খুকি বেগমের আত্মচিৎকারে বাড়ীর লোকজন ও আত্মীয়স্বজন তাকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে।
মামলার বাদী কলচমা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রব বাবুল জানান, আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি। বিএনপি ও অঙ্গসংগঠনকে বিতর্কিত করছে এ ধরনের ব্যক্তিকে দল থেকে বহিস্কার করা জরুরি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, থানায় দায়েরকৃত এজারের ভিত্তিতে রাজু নামের একজনকে আটক করেছি। ঘটনার সাথে জড়িত।