মো. শাহজাহান বাশার
সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ২২ অক্টোবর ২০২৫ (বুধবার) রাজধানীর গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর পক্ষ থেকে এক সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হয়।
গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) ২০২৫ তারিখে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিমন সরকারের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৪ এর আওতাধীন গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ现场 উপস্থিত থেকে পুরো অভিযান তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অভিযান চলাকালে কড়াইল বস্তির বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগের মূল উৎস চিহ্নিত করে গুলশানের বিভিন্ন পয়েন্ট থেকে কড়াইল বস্তিগামী লাইন কেটে ফেলা হয়। এ সময় বিভিন্ন সাইজের প্রায় ৭০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ করা হয়।
এছাড়া, Gulsan Lake View নামের একটি হোটেলে গ্রাহক নম্বর ১২৮-২১৬২১ এর বিপরীতে মিটারবিহীন আবাসিক রাইজার থেকে অবৈধভাবে ২৫ ঘনফুটের ২টি স্টার বার্ণার এবং ২১ ঘনফুটের ২টি মডিফাইড ডাবল চুলা ব্যবহার করে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এতে মোট ৯২ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ৬০,০০০ টাকা জরিমানা আদায় করে সংযোগটি বিচ্ছিন্ন করেন।
অবৈধ সংযোগ একাধিকবার বিচ্ছিন্ন করার পরও পুনরায় সংযোগ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে আজ (২২ অক্টোবর, বুধবার) সকাল ৯টায় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ গুলশান সোসাইটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গুলশানের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন,
“গুলশান থেকে কড়াইল বস্তিগামী অবৈধ গ্যাস সংযোগ বারবার বিচ্ছিন্ন করা হলেও দুষ্কৃতকারীরা পুনরায় সংযোগ স্থাপন করে। গুলশান সোসাইটির সক্রিয় অংশগ্রহণে এই অবৈধ সংযোগ উচ্ছেদ কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে বলে আমরা আশাবাদী।”
পরিদর্শনকালে পেট্রোবাংলার কর্মকর্তা, তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গুলশান সোসাইটির সভাপতি ও নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২১ অক্টোবর পর্যন্ত চলমান অভিযানে মোট ৭১,৭৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৭৮টি শিল্প, ৫১৭টি বাণিজ্যিক ও ৭০,৮৫৫টি আবাসিক সংযোগ। এছাড়া ১,৫২,৫১৯টি বার্নার বিচ্ছিন্ন ও ২৯১.৩ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ অভিযানের কার্যকারিতা বাড়াতে গুলশান সোসাইটি ও তিতাস গ্যাসের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত