নিজস্ব প্রতিবেদক
মিরপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মাঃ আঃ) হুজুরের আহবানে রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) সম্মেলন" অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ নাতে রাসূল ও ঈদে মিলাদুন্নবীর গজলের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এই সম্মেলনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)-এর গুরুত্ব ও তাৎপর্য এবং দয়াল নবীজির গৌরবময় জীবনের ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা তুলে ধরে মূল্যবান আলোচনা করেন সংস্থাটির যুগ্ম মহাসচিব আওলাদে রাসূল স্কলার সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ) এবং সংস্থাটির মহাসচিব ও মিরপুর দরবার শরীফের মহাপরিচালক বৃটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো আওলাদে রাসূল প্রফেসর ডক্টর সৈয়দ এ. এফ. এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ) সহ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও ওলামায়ে কেরাম।
বাদ যোহর উক্ত সম্মেলনের আহবায়ক শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মাঃ আঃ) হুজুর ১২ই রবিউল আউয়াল তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)-এর গুরুত্ব তুলে ধরে, পবিত্র কুরআন, হাদিস ও ঐতিহাসিক তথ্য দিয়ে প্রমাণ করেছেন, হযরত রাসুল (সা.) বিদায় হজের ৮১ দিন পর ১লা রবিউল আউয়াল ওফাত লাভ করেছিলেন।
সুতরাং ১২ রবিউল আউয়াল হযরত রাসূল (স.)-এর ওফাত দিবস নয়, এ দিনটি শুধুমাত্র তার শুভ জন্মদিন।শায়েখুল আকবার ইসলাম প্রচারে দয়াল নবীজির আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন বাণী মোবারক প্রদান করেন এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।
এবারের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) সম্মেলনে রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলা থেকে গণ্যমাণ্য, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক শান্তিপ্রিয় আশেকে রাসূল ও ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা যোগদান করেন। উক্ত সম্মেলনে যোগদানকারী সকলকে মিস্টি ও তাবারুক খাওয়ানোর পর সম্মেলন সমাপ্ত হয়।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত