গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ শশীদল ইউনিয়নের নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য প্রায় ১০০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ বাড়ি থেকে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে এমন খবরের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ পুলিশের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে, কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত