
যখন খুশি আঁকি তোরে
হৃদ কম্পাসে প্রিয়া,
দূর থেকে রোজ দেখি যেমন
মনের চক্ষু দিয়া।
আমার চেয়ে তোর খুশি’টার
মূল্য দিতে- সেদিন,
বুজলাম প্রিয় তোরে ভোলা
কত যে তা কঠিন।
ওই ঠোঁটে’তে ছুঁইয়ে নিলি
কোন্ সে ঠোঁটের চুমি?
চোখের জলে ভিজিয়ে মোর
বুকের উষ্ণ ভূমি।
তোর বুকের ওই সুখ তরঙ্গ
কল কলাইয়া- চলে,
তাই দেখে মোর নাম লেখালাম
ব্যর্থ প্রেমের দলে।
সুখ বসন্তের কোকিল হইয়া
বসলি আম্র শাখে,
কি সুখ পেলি জল গড়িয়ে
নয়ন নদীর- বাঁকে?





















