০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বুড়িচংয়ে সাবেক ছাত্রলীগ নেতা মো: শামীম গ্রেফতার

  • প্রকাশের সময় : ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 70

মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও একাধিক মামলার আসামি মো. শামীম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি রাত ১১টার দিকে নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা, স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়ের হয় শামীমের বিরুদ্ধে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন।

পুলিশের দাবি, শেখ হাসিনার সরকার পতনের পর ছাত্রলীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। শামীমও তখন গা ঢাকা দেন। পরবর্তীতে ‘সাংবাদিক পরিচয়ে’ এলাকায় ফিরে এসে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তথ্যানুসন্ধানের নামে যোগাযোগ রাখতে থাকেন। অভিযোগ রয়েছে, তিনি এই সুযোগে এলাকায় নাশকতা, আতঙ্ক সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত শামীম বুড়িচং সদর ইউনিয়নের সর্দারবাড়ি এলাকার মো. আমির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন,
“মো. শামীম নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

চলমান তদন্তে পুলিশ আরও কয়েকজনের সম্পৃক্ততার খোঁজ করছে বলে জানা গেছে।

জনপ্রিয়

২০১৮ সালে সংসদে যাওয়া দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

বুড়িচংয়ে সাবেক ছাত্রলীগ নেতা মো: শামীম গ্রেফতার

প্রকাশের সময় : ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও একাধিক মামলার আসামি মো. শামীম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি রাত ১১টার দিকে নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা, স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়ের হয় শামীমের বিরুদ্ধে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন।

পুলিশের দাবি, শেখ হাসিনার সরকার পতনের পর ছাত্রলীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। শামীমও তখন গা ঢাকা দেন। পরবর্তীতে ‘সাংবাদিক পরিচয়ে’ এলাকায় ফিরে এসে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তথ্যানুসন্ধানের নামে যোগাযোগ রাখতে থাকেন। অভিযোগ রয়েছে, তিনি এই সুযোগে এলাকায় নাশকতা, আতঙ্ক সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত শামীম বুড়িচং সদর ইউনিয়নের সর্দারবাড়ি এলাকার মো. আমির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন,
“মো. শামীম নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

চলমান তদন্তে পুলিশ আরও কয়েকজনের সম্পৃক্ততার খোঁজ করছে বলে জানা গেছে।