
বিশ্বনাথ প্রতিনিধি
“সময়ের সাথে বিজয়ের পথে” স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড বর্ণাঢ্য আয়োজনে ‘সেবাপক্ষ ২০২৫’ উদযাপন শুরু করেছে।
গত শনিবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই ১৫ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে ব্যাংকটির বিশ্বনাথ শাখা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বিশ্বনাথ থানার সামনে থেকে শুরু হয়ে বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে ব্যাংক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের বিশ্বনাথ শাখা ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম মজনু, জুয়েল খান। এছাড়া ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম পাভেল তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে দেশব্যাপী আইসিবি ইসলামিক ব্যাংকের সকল শাখায় ‘সেবাপক্ষ ২০২৫’ শুরু হলো, যা আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে।
তিনি ব্যাংকের ইতিহাস তুলে ধরে বলেন, এই ব্যাংকটি ১৯৮৭ সালে বাংলাদেশে ‘আল-বারাকা ব্যাংক’ হিসেবে যাত্রা শুরু করে।
তিনি বিশ্বনাথ শাখাকে নতুন করে এগিয়ে নিতে এবং গ্রাহক সেবার মান্নোয়নে সকল গ্রাহকের সহযোগিতা কামনা করেন।





















